ব্যবধান
বিলাল মাহিনী
তুমি কাঠগোলাপ চাইতে
আমি গুঁজে দিতাম কদম ফুল
তোমার খোঁপাতে,
তুমি পড়ন্ত বিকেল চাইতে
আমি জোছনার জল দিতাম
তোমার মায়াবি বদনে,
তুমি ভালোবাসতে দক্ষিণা হাওয়া
আমি বরষায় ভিজাতাম
তোমার আলতা রাঙা পা।
তুমি সমুদ্রের ঊর্মির শব্দ চাইতে
আমি পাথুরে পাহাড়ের ঝর্ণার
কলতান দিতাম তোমারে,
তুমি ব্যবধান বাড়িয়ে মজা লুটতে
আমি বন্ধন চাইতাম দুটি প্রাণের
মিলন মন্দিরে।
তুমি হৃদয়ের সিমকার্ড খুলে রাখতে
আমি বার বার নতুন সংযোগ
দিতাম তোমার ভাঙা মনে
তুমি নিজেকে লুকোতে সংগোপনে
আমি খুঁজে খুঁজে ক্লান্ত হতাম
তোমার বিহনে
তুমি আপেক্ষিক হতে সুখ-দুঃখের
আমি জান্নাতের বেসাতি সাজাতাম
কল্পনার আলিঙ্গনে।
১৪/০৬/২২
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.