বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নড়াইল সফর

নড়াইল প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ জেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (শনিবার) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার নবাগত জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান মহোদয়ের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ, জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতেই গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারবর্গের জন্য সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া তিনি উক্ত আন্দোলনে আহত সকলের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। পুলিশ সুপার মহোদয় সকল শ্রেণীর মানুষ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে নড়াইলবাসীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব); এম. এম. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি); নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,নড়াইলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।