অপরাজেয় বাংলা ডেক্স
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বেনাপোলের ‘নিত্য হাট’ নামক মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সঙ্গীত আয়োজনে তিনি গান পরিবেশন করেন। তিনি গাইলেন একের পর ‘এক টাকারে টাকা’, ‘চাচায় চা চায়, চাচী চেচায়’, ‘বিয়া করলাম ক্যান’ এ রকম অসাধারন লোক মাতানো গান। তার গাওয়া স্মরণীয় ও জনপ্রিয় গানে মুগ্ধ হন দর্শক শ্রোতা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু মনোমুগ্ধকর পরিবেশে সঙ্গীত উপভোগ করেন। এসময় মিলন মেলায় পরিনত হয় অনুষ্ঠানস্থল।
তবে শুরুতেই তিনি স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। নিত্য হাট নিয়েও তিনি একটি স্বরচিত ও সুরারোপিত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
সূত্র, সুবর্ণ ভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.