বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে প্রায় অর্ধ কোটি টাকার সমমূল্যের ইউএস ডলার ও সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ৪৯বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইসিপির স্ক্যানিং রুমে তল্লাশির সময় আটক যাত্রীর ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। যার সার্বিক সিজার মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪৬)। তার বাড়ি লালবাগ, ঢাকা; পাসপোর্ট নম্বর B 00745663। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ নভেম্বর ব্যবসার কাজে কলকাতায় গিয়ে বাংলাদেশি নাগরিক লিটুর কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা গ্রহণ করেন। দেশে ফেরার পর অজ্ঞাত একজন ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে মুদ্রাগুলো সংগ্রহ করার কথা ছিল।
ঘটনার পর আটক শফিকুল ইসলামকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,ভারত থেকে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.