স্টাফ রিপোর্টার: যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ির নাম মোঃ লিটন হোসেন(২৭), সে ওই গ্রামের মোঃ আজগর আলীর ছেলে । এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মামলা নং-০১, তাং-০২/০৭/২০২১ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) টেবিলের ১৯(ক)। ডিবি পুলিশের এক প্রেস বার্তায় জানা গেছে, গোপন সংবাদ পেয়ে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ সোমেন দাশ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে এসআই মোঃ শামীম হোসেন সঙ্গীয় এএসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই রঞ্জন কুমার বসু ও ফোর্সসহ বেনাপোল থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.