বেনাপোলে এপিবিএন’র অভিযানে মাদকসহ দুই বিক্রেতা গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ০৪/১১/২০২০ খ্রিঃ ১৬:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপিবিএন, খুলনা এর অপস্ এন্ড ইন্টেলিজেন্স টীমের সদস্যগণ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা থানাধীন নামাজগ্রাম মধ্যপাড়া মোঃ কাশেম আলী(৮০) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিকী(৫৫), পিতা-মৃত পাচু মোড়ল, সাং-নামাজগ্রাম, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর হেফাজত হতে ১। ৯০০ (নয়শত) গ্রাম গাঁজা এবং ২। একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-উততডঊগ৪৩০৩৬, চ্যাচিস নং- গউ২অ১৮অত২ঊডগ৩৭৫৬০ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আসামী’কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জমা প্রদান করতঃ ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৬, তারিখ-০৪/১১/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়।