স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালানায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,দলের সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য মারুফুল ইসলাম,আব্দুস সালাম আজাদ,নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়”। তার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। তাই গণতন্ত্রের নেত্রীকে বন্দি রেখে কোন ভাবে গণতন্ত্রের মুক্তি সম্ভব না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বৈরী আবহাওয়াকে উপেক্ষার করে দলীয় নেতাকর্মী শহরের রাজপথ উত্তাল করেন। সমাবেশ শুরুর আগে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগ দেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.