বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী হচ্ছে ২০ হাজার টাকা

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনে এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বিগত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন। সে অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী ২০২১-২২ অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম