প্রেমের টানে কুমিল্লায় এসে বিয়ে করেছেন মালয়েশিয়ার এক তরুণী। কনে মালয়েশিয়ার নূর আজিমা ও বর বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্ৰামের সাইফুল ইসলাম।উভয়ের সম্মতিতে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।
সোমবার (১১ জুন) মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী সাইফুলের গ্ৰামের বাড়ি দীঘলগাঁও আসেন।
শিলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। তিনি ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন।
ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।
নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী বলে জানান প্রেমিক সাইফুল। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি, তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমি তোমাকে বিয়ে করব যদি আমার পরিবার চায়। একথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে তার পরিবার এবং আমার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। নূর আজিমা আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে থাকার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.