স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
“তামাক নয়,খাদ্য ফলান”- এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় যশোরও পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে পোফ সংস্থা গতকাল বিকালে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
পোফ-সংস্থার আয়োজনে, তামাক বিরোধী জোট ও wbb trust-এর সহযোগীতায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি সংস্থার নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. প্রশান্ত দেবনাথ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকান্ত দাস।এছাড়া আরও উপস্থিত সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মী ও মাঠ পর্যায়ের শতাধিক সদস্য।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,তামাকের কর বৃদ্ধি,ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রনের জন্য সরকার ও বেসরকারিভাবে নানামুখী পদক্ষেপ নেওয়া জরুরি আর তা না হলে যুবসমাজ যেমন ধ্বংস হবে তেমনি ক্যান্সার,যক্ষ্মা,হার্টের অসুখসহ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে পরিবার ও সমাজের বোঝা হিসাবে বিশাল একটি জনগোষ্ঠী দেশের কাঁধে ঝুলবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.