Type to search

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব

সুইজারল্যান্ডের জুরিখে ভারি বৃষ্টিপাতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।ভূমিধসও হতে পারে সেখানে। যুক্তরাষ্ট্রের ওরেগন ও ক্যালিফোর্নিয়া ছাড়াও কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল। আলাস্কায় সমুদ্রের বরফখণ্ডের ওপর আঘাত হেনেছে বজ্রপাত।

সুইজারল্যান্ডের জুরিখে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভ্রমণ বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার জুরিখে রাতভর চার সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে মাত্র ১০ মিনিটেই তিন সেন্টিমিটারেরে বেশি বৃষ্টিপাত হয় ওয়ালডেগ শহরে।

জুরিখে গাছ পড়ে বাস-ট্রাম চলাচল ব্যাহত হয়। আর বেশ কিছু রাস্তা পানিতে তলিয়ে গেছে। নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে বন্যা সতর্কতায় লেক ও নদী থেকে সবাইকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। এমনকি ভূমিধসেরও আশঙ্কা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেভাদা, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল।

এদিকে, সোমবার উত্তর আলাস্কায় সমুদ্রের বরফখণ্ডের ওপর বজ্রপাত আঘাত হেনেছে। এমন ঘটনা এক দশকে দু’একবার দেখা যায়। জলবায়ুর এরকম পরিবর্তন হতে থাকলে আলাস্কায় বজ্রপাত, বন্যা, ভূমিধস ও দাবানল হতে পারে বলে সতর্ক করেছে বিজ্ঞানীরা।

এদিকে, কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়ায় তিন শতাধিক দাবানলে পুড়ছে বনের পর বন।সূত্র,ডিবিসি নিউজ