Type to search

বিভিন্ন দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওষুধ কম্পান্নিতে কর্মরতরা

নড়াইল

বিভিন্ন দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওষুধ কম্পান্নিতে কর্মরতরা

নড়াইল প্রতিনিধি
বিভিন্ন দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিটিক্যাল
রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েস(ফারিয়া)।
মঙ্গলবার দুপুরে নড়াইল সদর হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফারিয়ার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার
কামাল হোসেন, জেলা সভাপতি সেলিম আজাদ, সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম রিপন
প্রমূখ।
বক্তরা ওষুধ কম্পান্নিগুলো থেকে কথায় কথায় কর্মি ছাটায়। দ্রব্যমুল্যের
উর্দ্ধোগতি সাথে সমঞ্জস্য রেখে বেতন ও টিএ/ ডিএ বৃদ্ধি এবং অবৈধ
প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষনা ও চাকুরীর সুনিদিষ্ট নিতিমালা প্রনয়নের
দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন ওষুধ কম্পান্নিতে কর্মরত
প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।