Type to search

বিদ্যুতের আগুনে ছাই কৃষকের বসতঘর

মনিরামপুর

বিদ্যুতের আগুনে ছাই কৃষকের বসতঘর

 

 

অপরাজেয় বাংলা ডেক্স : মণিরামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে নূর ইসলাম ওরুফে মেঝ খোকন নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। আগুনে নগদ অর্থসহ তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নূর ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। স্ত্রী আছিয়া বেগম ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুতের মেইন সুইচ জ্বলে ওঠে। আগুন দেখে বাইরে এসে চিৎকার দেন তিনি। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের সব জিনিসপত্রসহ নগদ একলাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, সকালে জানতে পেরে খোঁজ নিয়েছি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওস্তাদ শেখ আব্দুল আজিম বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সূত্র, সুবর্ণভূমি