স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
"বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান"-এই প্রতিপাদ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নানামুখী কর্মসূচীর মধ্যে শহরে জাতীয় পতাকা মিছিল করে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর)বিকাল চারটায় যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় জাতীয় পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবা শেফা, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, জোটের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি হারুন অর রশীদ এই পতাকা মিছিল উদ্বেধন করেন। মিছিলে সাংস্কৃতিককর্মী ও নেতৃবৃন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংবাদ পত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলা, সমাজ সেবক অর্চনা বিশ্বাস সহ অনেক সামাজিক বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। “বিজয় নিশান উড়ছে ঐ” ও “জয়বাংলা,বাংলার জয়“- গানের সাথে এই শোভাযাত্রায় অংশ গ্রহনকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর) বিকাল চারটায় টাউন হল ময়দানে ৫২টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাংস্কৃতিক জোটের বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হবে এবং এরপর ১৩ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.