অপরাজেয়বাংলা ডেক্স
ভোটে জেতার আত্মবিশ্বাস না থাকায় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। দলটিকে মানুষ কোন আশায় ভোট দেবে, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার শাসনামলে যাদের হত্যা করা হয়েছে তার তদন্ত হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
ই-কমার্সের নামে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন প্রতারকদের শনাক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেশের মানুষকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন,'করোনার মধ্যেও অর্থনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বীকৃতি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড'। এই সম্মাননা দেশের মানুষের প্রাপ্য।' সূত্র,ডিবিসি নিউজ
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.