বাল্য বিয়ে

বিলাল মাহিনী
টানা সাড়ে চার বছরের রিলেশন ব্রেকআপ করে তুমি অন্য কারো ঘরণী হবে, তা মানতেই পারিনি,
তাই উপায়ন্তর না পেয়ে পুলিশকে জানিয়েছিলাম
তা না হলে তো, তোমার বিয়ে হয়ে যেতো!
কী ভাবছো?
তুমি এডাল্ট!
না, এখনো তুমি বালিকা
এখনো আঠারো পেরোইনি তোমার বয়স
আর সেই তুমি কি-না বিয়ের পিঁড়িতে!
ক্লাস এইটে ভর্তি হয়েছিলাম তোমার স্কুলে, একসাথে ক্লাস-প্রাইভেট পড়তে পড়তে কখন যে আমারা জড়িয়েছিলাম প্রেমে, টের-ই পাইনি।
কথা ছিলো এইচএসসি দিয়ে দু’জন একই ভার্সিটিতে এডমিট হবো,
এরপর পড়াশোনা শেষে বিয়ে;
অথচ, এতো আগে শুধু লোভের বশবতী হয়ে আমার ভালোবাসার মৃত্যু ঘটাতে যাচ্ছিলে তুমি!
সরকার বাহাদুরকে ধন্যবাদ, বাল্য বিয়ের আইন না থাকলে হারাতাম তোমায়, ক্ষমা কোরো প্রিয়-
তোমার বিয়েটা আমিই ভেঙেছি।
১৪-৭-২৩