প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ৯:৩৪ পি.এম
বাম গণতান্ত্রিক জোট-খুলনার আহবানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফ্যাসিবাদী দুঃশাসন বন্ধের দাবিতে এক মানববন্ধন

বাম গণতান্ত্রিক জোট-খুলনার আহবানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, গ্রাম-শহরে সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু , দুর্নীতি লুটপাট বন্ধ, বন্ধ মিল কারখানা পুনরায় সরকারিভাবে চালু, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী দুঃশাসন বন্ধের দাবিতে এক মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক খান এবং সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থার এক অত্যান্ত জ্ঞানগর্ভ আলোচনা এবং আমাদের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন। সকল নেতৃবৃন্দ বাম জোটের নেতাকর্মীদের কর্মস্থল হিসেবে কৃষক- শ্রমিক এলাকায় শ্রমজীবী মানুষের সাথে একাত্ম হয়ে যাওয়ার আহ্বান জানান। তাদের মধ্যেই শ্রেণি সংগ্রাম গড়ে তুলে শ্রেণিচেতনা বৃদ্ধির মধ্য দিয়ে একমাত্র গণতান্ত্রিক অধিকার আদায়, সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং মৌলবাদকে রুখে দেওয়া সম্ভব। শ্রমজীবী মানুষের এই চেতনাই পারে বিকল্প শক্তির জন্ম দিতে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.