উন্নয়ন সংস্থা ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ অ্যান্ড টেকনোলজির সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ভিনসেন্ট চ্যাং অনুদানের চেক তুলে দেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তারা জুন মাসের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেন। সেই সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব তহবিল থেকেও সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে ব্র্যাক ইমার্জেন্সি ফ্লাড অ্যাসিসটেন্স ফান্ডে জমা দেওয়া হয়েছে।
বানভাসিদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য ভিনসেন্ট চ্যাং বলেন, “করোনা মহামারীর অর্থনৈতিক মন্দার মধ্যে এই বন্যা পরিস্থিতি থেকে উদ্ভূত মানবিক সংকট সর্বনাশা হতে পারে। আসুন, আমরা এই কঠিন সময়ে দুর্গতদের সহায়তায় ঐক্যবদ্ধ হই।”
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.