অপরাজেয় বাংলা ডেক্স : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন।
সোমবার সকাল দশটায় যশোর জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনশেষে তিনি কোভিড-১৯ এর ভ্যাকসিন নেন।
প্রতিমন্ত্রীর দফতরের জনসংযোগ কর্মকর্তা আহসান হাবীব দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়েছেন।
এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে।
তিনি আরো বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলে অনেক উন্নত দেশের আগেই আমরা করোনার ভ্যাকসিন পেয়েছি।'সকলের অংশগ্রহণের মাধ্যমে খুব শিগগিরই আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হবো' বলে মন্তব্য করেন তিনি।সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.