বাদল দিনে

বাদল দিনে
বিলাল মাহিনী
আলো আঁধারের ঘূর্ণিপাকে যেনো মেঘ রৌদ্রের খেলা,
মেঘ জমেছে আকাশ জুড়ে বসছে যেনো মেঘের মেলা।
রৌদ্রমাখা দিনগুলোতে গা যে শুধু জ্বলে,
অপেক্ষার প্রহর গুনি অবশেষে বৃষ্টি তুমি এলে!
ভীষণ গরম রৌদ্র মাঝে বৃষ্টির শীতল ছায়া,
প্রাণ জুড়িয়ে যায় যে সবার আহ্ কি অপরূপ মায়া।
ঋতু বৈচিত্রে অপরূপ সাজে প্রকৃতি সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে পাতারা সব সেজেছে গাঢ় সবুজের সাজ।
হৃদয় মাঝে শত সুরে আকাশ ভরা মেঘ নৃত্য ইচ্ছে জাগে মনের ভিতর বৃষ্টিতে ভিজে হই সিক্ত।
আকাশ থেকে নেমে আসে ঝির ঝির ঝির বৃষ্টি ফোঁটা সবুজ লতা যায় যে ভিজে লাগে ভালো নাঙ্গা পায়ে হাঁটা।
বর্ষা দিনে পড়ে যে মনে পুরান দিনের গান,
কত যে আনন্দ ছিলো ছিলো সুখে ভরা প্রাণ।
রাত দুপুরে বৃষ্টি ফোঁটা টিনের চালে ছন্দ,
উদাস মনে নয়ন মেলি লাগে না কিন্তু মন্দ!
রিম ঝিম ঝিম সারাটা দিন ঝরছে কতো বৃষ্টি,
মেঘলা আকাশ মেঘলা মন বিভোর উদাস দৃষ্টি।
খুঁজবো না আর রৌদ্র গরম আমার আকাশ নীলে,
মেঘে ঢাকা থাকুক সদা বৃষ্টি পড়ুক দুরের বিলে ঝিলে।
ঝড়ের সাথে দমকা হাওয়া চারিদিকে বরষার মূর্ছনা,
আকাশে কালো মেঘের জাল শীতল পরশ সান্তনা।
বৃষ্টির ফোঁটা মুক্তোর মত মিশে আছে ঘাসে,
কী অপরূপ সৃষ্টি প্রভু তাই দেখে মন হাসে।
আর একটু সময় বৃষ্টি তুমি থাকো না আমার পাশে,
শরীর ও মন জুড়িয়ে নিই বুকভরা এক নি:শ্বাসে।