বাঘুটিয়ায় এনায়েতপুরী খানকায় ৩০তম জাকের সম্মেলন

কবিরুল ইসলাম, বাঘুটিয়া:
অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়ায় এনায়েতপুরী মোজাদ্দেদিয়া খানকা শরিফে ১৪ মার্চ সোমবার ৩০তম বার্ষিক জাকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হাফেজ মাও মুফতি নাসিরুদ্দিন, ইমাম-এনায়েতপুর পাকদরবার শরীফ।
বিশেষ বক্তা হাফেজ মাও. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা।
সঞ্চালনা করেনপাচুড়িয়া খানকার প্রধান খাদেম সোবহান সর্দার।
সভাপতিত্ব করেন পাচুড়িয়া খানকার ইমাম মাও আলী আজগার।
সব শেষে রাত ৩ টায় তাবারক বিতরণের মাধ্যমে শেষ হয় সম্মেলন।
১৫/০৩/২২