Type to search

বাঘারপাড়ায় র‌্যাব’র অভিযানে অগ্নিসংযোগে হত্যা চেষ্টার দুই আসামী গ্রেফতার

অপরাধ

বাঘারপাড়ায় র‌্যাব’র অভিযানে অগ্নিসংযোগে হত্যা চেষ্টার দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
যশোরের বাঘারপাড়া থানার মাথাভাঙ্গা গ্রামে মোঃ রায়হানকে পুড়িয়ে হত্যা মামলঅর দ্ইু আসামীকে র‌্যাব গ্রেফতার করেছে। গত ৩০ অক্টবর রাতে রায়হান (২২), পিতা- আমজাদ আলী, সাং- দাইতলা, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর’কে তার নিজ শ^শুড়বাড়ির লোকজন অগ্নিসংযোগ করে হত্যা চেষ্টা করে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে তার শ^শুড়বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ইং ৩০/১০/২০২২ তারিখে ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ^শুড়বাড়িতে আসতে বললে একই তারিখ সময় আনুমানিক রাত ১৯.৩০ ঘটিকায় শ^শুড়বাড়িতে গেলে শ^শুড়বাড়ির লোকজন জোরপূর্বক তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে যশোর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। উক্ত ঘটনার পরপরই র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযানে নামে। ঘটনার ০৬ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামী মোঃ সবুজ হোসেন (২৫), পিতা- মোঃ জহির উদ্দিন সরদার, সাং- জামালপুর, ২। রুপালী বেগম (৪৮), পিতা- মোতালেপ মোল্লা, সাং- মিরপুর, উভয় থানা- বাঘারপাড়া, জেলা- যশোরাদ্বয়’কে গ্রেফতার করে। পরবর্তীতে বাঘারপাড়া থানায় উক্ত ঘটনায় রুজুকৃত মামলায় আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *