বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোস কুমার অধীকারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেন, সব্দুল হোসেন খান, রবিউল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পদক হুমায়ুন কবির। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়নে বেশ কয়েকটি উপকমিটি এসময় গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.