বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাঘারপাড়ার কৃতি সন্তান সাবেক সচিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (স্থগিত কমিটি) ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বলেন, বহু ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা ও উদ্দিপনার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব না থাকলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা হতে পারতেন না। বঙ্গমাতার দায়িত্বশীল ভূমিকার কারণে সংসারের কোনো চিন্তা বঙ্গবন্ধুকে করতে হয়নি। নির্বিঘ্নে রাজনীতি তথা দেশের মানুষের কথা ভাবার সময় পেয়েছেন। এসময় বঙ্গমাতাকে গভীর শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা। বঙ্গমাতার জন্মদিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সোলায়মান হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আছালত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শরিফ মো. জালালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রিপন হোসেন, বিকাশ বিশ্বাস, আবসরপ্রাপ্ত সার্জন হারুনর রশীদ, কানাইলাল চৌধুরী, বরুন বিশ্বাস, অধির অধিকারী, গোপাল রায়, শচীন অধিকারী, স্বপন দেবনাথ, শংকর অধিকারী, মুক্তিযোদ্ধা প্রজন্ম মনিরুল ইসলাম, তৌহিদুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.