অপরাজেয় বাংলা ডেক্স
নিহত টিটো জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ মোল্যার ছেলে। বুধবার রাতে তাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী দিলু পাটোয়ারীর আনারস প্রতীকের সমর্থকেরা।
টিটোর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে টিটো বাড়ির রান্নার জন্য তেল কিনতে বেতালপাড়া-হিংগারপাড়া গ্রামের সীমান্তে কালাম সর্দারের দোকানে যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় থাকা আনারস প্রতীকের সংঘবদ্ধ কর্মীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে আজ সকাল পৌনে দশটার দিকে রাজধানীর অদূরে নবীনগরের কাছে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়।
নিহত টিটোর চাচা সাবেক ইউপি সদদ্য ইন্তাজ মোল্যা অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের প্রার্থীর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে টিটোর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাঘারপাড়ায় এই উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী নৌকার প্রতীকে ভিক্টোরিয়া পারভীন সাথী ও ধানের শীষে শামছুর রহমান। আগেরদিন রাতে বিভিন্ন কেন্দ্রে ব্যালট কাটার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র,সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.