প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ৩:১৫ পি.এম
বাঘারপাড়ার জহুরপুরে শোকের ছায়া, চোখের জলে ইব্রাহিমকে বিদায়

চট্টগ্রামের সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহত ইব্রাহীম হোসেনের মরদেহ যশোরের গ্রামের বাড়িতে পৌঁছেছে। বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে ইব্রাহীম। সীতাকুণ্ডে প্রাণ আরএফএল কোম্পানিতে শিপিং সহকারী পদে কর্মরত ছিলেন তিনি।৪ জুন রাতে অনেকের মতইব্রাহীম বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনেরভিডিও ফেসবুকে লাইভ করছিলেন। কিছু সময় পর হঠাৎ কনটেইনারগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন থেকে ইব্রাহীমের মুঠোফোন বন্ধ ছিল। এরপর ঘটনাস্থলে গিয়ে খোজাখুঁজির পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহের সন্ধান মেলে।
আজ সকাল ৭টায় গ্রামের বাড়িতে তার মরদেহ বহনকারী ফ্রিজিং এম্বুলেন্সটি এসে পৌঁছায়। এ সসময় আগুনে ঝলসে যাওয়া ইব্রাহীমের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং প্রতিবেশীরা। জীবন সঙ্গীকে হারিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি খাতুন বাকরুদ্ধ। আত্মীয় স্বজনদের আহাজারি, প্রতিবেশিসহ সকলের শোকে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
সকাল ৮টায় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. আবুজর গিফারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ নরসিংহপুরে যান। সকাল ৯টায় নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাদা-দাদির পাশে তাকে দাফন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.