উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ ০২ জন চোরকে গ্রেফতার করে র্যাব-৬ কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানীর সিকিউরিটি সুপারভাইজার তাপবিদ্যুৎ কেন্দ্রের এসএস স্টীল বার এবং লোহার সরঞ্জামাদি চুরির বিষয়ে র্যাব-৬, খুলনা বরারব একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটারিয়াল এলাকা হতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন এসএস স্টীল বার এবং লোহার সরঞ্জামাদি চুরি হয়ে যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার ও উক্ত চুরির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯ টা :৪৫ মিনিটের সময় র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালি গোলচত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে হতে আসামী ১। মোঃ খালিদ হাসান শেখ (২১) এবং ২। মোঃ রুহুল আমিন মল্লিক (২১), উভয় সাং- চুনপুরি, দাকোপ,খুলনা থেকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট হতে চুরিকৃত মালামাল লোহার সরাঞ্জামাদি-৪০২০(চার হাজার বিশ) কেজি, এস এস স্টীল বার এক হাজার পঁয়তাল্লিশ কেজি, তামার তার-দুই কেজি যার আনুমানিক মূল্য তিন লক্ষ সত্তর হাজার দুইশত টাকা এবং চুরির মালামাল বহনে ব্যবহৃত ০১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট রামপাল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.