Type to search

বাগেরহাটের চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার।

অপরাধ

বাগেরহাটের চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার।

 

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাটের বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতের ১৯৯৮ সালে বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার প্রধান আসামী শহিদুল মল্লিক (৫৫) কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড আদেশ প্রদান করা হয়। চাঞ্চল্যকর এই হত্যা কান্ডের পর থেকে আসামী শহিদুল মল্লিক বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। বর্তমানে বাগেরহাটের মোড়লগঞ্জে আসামি সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি পরিচালনা করে আসছিল বলে একাধিক সুত্র থেকে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকস দল পলাতক আসামীকে গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ র‌্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকশ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। আভিযানিক দলটি ৫ টা ত্রিশ মিনিটের সময় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শহিদুল মল্লিক (৫৫) কে বহরবুনিয়া, মোড়লগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।