বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা নড়াইলের হিন্দুদের উপর উন্মত্ত তান্ডব প্রত্যক্ষ করে
ভ্রাম্যমান প্রতিনিধি:
গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘোলিয়ার বড় মুদী ব্যবসায়ী অশোক সাহার ছেলে অাকাশ সাহাকে বলা হলো সে ধর্মীয় অবমাননা করেছে।দেখে নেবার হুমকি দিয়ে চলে গেলো অভিযোগকারীরা। এরপর উপমহাদেশের বিখ্যাত সমাজসেবী রায় বাহাদুর যদুনাথ মজুমদারের জন্মভূমি লোহাগড়ায় পাঁচ সাত হাজার লোক চর দীঘলিয়ার বিখ্যাত অাঁখড়া বাড়ী মন্দির,শ্মশান হামলা, লুঠ,অগ্নিসংযোগ করলো চরম নির্মমতায়। একটা বড় দোকান লুঠ হলো। কুমারেশ সাহা এবং তার ভাই তপন সাহার বাড়ীতে গিয়ে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। শিক্ষক দীলিপ সাহার বাড়ীতে অগ্নি সংযোগ করেছে। গোবিন্দ সাহা এবং সমাজকর্মী সৌমেন সাহার বাড়ীতে হামলা হয়েছে। আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড,চন্দ্রনাথ পোদ্দার, সহসভাপতি অ্যাড,তাপস পাল,প্রাক্তন সাধারন সম্পাদক নির্মল চ্যাটার্জী,যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন,নড়াইল জেলা কমিটির সভাপতি অশোক কুন্ডু, সাধারণ সম্পাদক বাবুল সাহা,বাঁধাঘাট মন্দিরের সভাপতি অসীম কাপুড়িয়া, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন ঘোষসহ অ্যাড প্রশান্ত দেবনাথ, রতন অাচার্য, প্রশান্ত সরকার, উৎপল ঘোষ,শুভাশীষ ভট্টাচার্য, দেবেন ভাস্কর ঘটনাস্থলে গিয়ে উন্মত্ত তান্ডব প্রত্যক্ষ করে হতবাক হয়েছেন। এখনো মাননীয় সংসদ সদস্য ঘটনাস্থলে যাননি। কেন্দ্রীয় কমিটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতরাতেই দেখা করে প্রতিবাদ জানিয়ে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.