বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুলটিয়া ইউনিয়ন শাখার মানব বন্ধন

স্টাফ রিপোর্টার: মণিরামপুরের মশিয়াহাটীতে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুলটিয়া ইউনিয়ন শাখার আয়োজনে খুলনার রূপসার শিয়ালী গ্রামে মন্দির, প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মশিয়াহাটী বাজারে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোট যশোর শাখা, রাইচরণ সেবা সংঘ, মশিয়াহাটী আঞ্চলিক মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীশ্রী হরিগুরুচাাঁদ মতুয়া সংঘ এবং বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র সংগঠন ‘অংকুর’ সংহতি প্রকাশ করে। মানব বন্ধনে বক্তরা ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী ও ভবিষতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।