Type to search

বাংলাদেশসহ ২৪টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের 

জাতীয়

বাংলাদেশসহ ২৪টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ওমানের 

অপরাজেয়বাংলা ডেক্স: বাংলাদেশসহ ২৪টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

তালিকার অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া, সুদান, ব্রাজিল, সিয়েরা লিওন, যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, গায়ানা, কলম্বিয়া ও আর্জেন্টিনা।

ওমানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা সেপ্টেম্বর থেকেই এসব দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন। তবে ওমানের অনুমোদিত টিকা নেয়া ব্যক্তিরাই দেশটিতে প্রবেশ করতে পারবেন। টিকার দ্বিতীয় ডোজটি গ্রহণ করতে হবে ভ্রমণের অন্তত ১৪ দিন আগে। এক ডোজের টিকার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

এছাড়াও দেশটিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়মও শিথিল করা হয়েছে। তবে ভ্রমণকারীদের অবশ্যই ৭২ ঘন্টা আগে পিসিআর টেস্টের করোনা নেগেটিভ সনদ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।সূত্র,ডিবিসি নিউজ