বরিশালে বাসদের সমাবেশে হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, ইমরান হাবীব রুমন, ডা. মনীষা চক্রবর্তী, নুরুল হক, মানিক মিয়া, জোহরা রেখা, কামাল হোসেন, শহিদুল ইসলাম, আবুল কালাম হাওলাদার ও সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা নগরীর রূপাতলীতে বাসদের বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।সূত্র, বিডি প্রতিদিন