Type to search

বন্ধ রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়

বন্ধ রাষ্ট্রীয় পাটকল চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় পাটকল গুলি চালুর দাবিতে মতবিনিবাস সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় ইস্টার্ন জুটমিল সংলগ্ন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইস্টার্ন জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা অলিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ও সাবেক নওয়াপাড়া পৌরসভার কাউন্সিল শমশের আলম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, নুর ইসলাম,  শামসুজ্জোহা ডিয়ার, মনির হোসেন, নাসিম, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক। মতবিনিময় সভায় সকলের দাবি জুট মিল বন্ধ করে হাজার হাজার শ্রমমিকদের বেকার করার পেছনে যারা দায়ী তাদের তালিকা করে  বিচারের আওতায় আনতে হবে।