নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব -১৭) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উভয় গ্রুপে নড়াইল পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিরতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে বালিকা (অনুর্ধ্ব -১৭) এর খেলায় নড়াইল পৌরসভা ২-১ গোলে লোহাগড়া উপজেলাকে এবং বালক (অনুর্ধ্ব-১৭) এর খেলায় নড়াইল পৌরসভার টাইবেকারে ৫-৪ গোলে লোহাগড়া উপজেলাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
এ টুর্নামেন্টে বালক-বালিকা দুইটি গ্রুপে জেলার তিনটি উপজেলা ও নড়াইল পৌরসভার মোট আটটি দল অংশগ্রহণ করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, পৌরসভার কাউন্সিলর রেজাইল বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস, কোষাধক্ষ্য আব্দুর রশীদ মন্নু ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা তরিকুল ইসলাম শান্ত প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.