অপরাজেয় বাংলা ডেক্স : বুধবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এই ম্যুরাল নির্মিত হয়েছে। ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সব শহিদের জন্য দোয়া করা হয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতি, বাংলা ভাষা ও বাংলাদেশ সবকিছু অর্জনের জন্য নেপথ্য যে মহামানব, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্ব ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না। বিস্ময়কর নেতৃত্বের প্রতিভা নিয়ে রাজনীতিতে তার অংশগ্রহণ। কৈশোরে জ্বলে ওঠা শেখ মুজিব একদিন হয়ে উঠেছিলেন বাংলাদেশের পরিপূরক একটি নাম।
উদ্বোধন অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.