Type to search

বগুড়ায় রুপা নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জাতীয়

বগুড়ায় রুপা নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

অপরাজেয় বাংলা ডেক্স :

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় রচনা রাণী রুপা (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ীর লোকজনদের বিরুদ্ধে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। পরে শুক্রবার (৬ নভেম্বর) সকালে পুলিশ ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত গৃহবধূ উপজেলার মোকামতলা বন্দরের সোনাতলা রাস্তার বাসিন্দা শ্রী অনিক অধিকারীর স্ত্রী।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ৩ বছর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলার কদম শহর গ্রামের শ্রী রতন চন্দ্রের মেয়ে রুপার সাথে অনিকের বিয়ে হয়। বিয়ের ১বছর পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর সে নিজেই গলায় দড়ি বেধে আত্মহত্যা করেছে বলে প্রচার করে বেড়ায় তার স্বামীর বাড়ির লোকজন।

এব্যাপারে থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, গৃহবধুর বাবার বাড়ীর লোকজনের ধারনা তাকে শ্বাসরাধে হত্যা করা হয়েছে।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Next Up