শনিবার (১৯ সেপ্টেম্বর) কালিয়াকৈরের মৌচাকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে উত্তর অঞ্চলের দিকে যাচ্ছিলো। ফলে খুলনা, রাজশাহী, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনগুলো টাঙ্গাইল এবং মির্জাপুর স্টেশনে এসে অবস্থান করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রেলওয়ে প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।
সূত্র: DBC News
ডেস্ক রিপোর্টঃ গাজীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে খুলনা, রাজশাহী, রংপুরসহ উত্তরাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।