Type to search

বকেয়া বেতনের দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

জেলার সংবাদ

বকেয়া বেতনের দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

অপরাজেয়বাংলা ডেক্স: গাজীপুরের তিন সড়ক এলাকায় কিছু কর্মকর্তার ৭ মাস ও কিছু কর্মকর্তার ১১ মাসের বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট লিমিটেড কারখানার সহস্রাধিক কর্মকর্তা-কর্মী কারখানার সামনে ২য় দিনের মতো ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রেখেছে।

কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শিল্প-পুলিশ জানায়, স্টাইল ক্রাফট কারখানা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করে আসছিলো। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। এতেও কোন ফলাফল না পেয়ে তারা গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও পরে কারখানার সামনে সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে তারা ঢাকা- জয়দেবপুর সড়কে বসে বিক্ষোভ করতে থাকে।

পরে প্রশাসনের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দিলেও আজ বুধবার (১৪ জুলাই) সকাল থেকে আবারও তারা আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে যা এখনো চলামান আছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানায়, আজ তাদের বেতন পরিশোধ না করলে কাল আবারও তারা রাস্তায় নামবেন এবং সড়ক অবরোধ করবেন।সূত্র,ডিবিসি নিউজ