
বিশেষ প্রতিনিধি
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক নারীর সঙ্গে দেখা করতে এসে তাঁর ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়েছেন এক ব্যক্তি এমন অভিযোগে যশোরে মামলা হয়েছে।
মামলাটি করেছেন শহরের পুরাতন কসবা এলাকার আসমা খাতুন। আসামি করা হয়েছে চট্টগ্রামের লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদকে (বর্তমানে ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাসরত)।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে গত ২০ জুলাই আসমা খাতুনের সঙ্গে কাছেদের পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ চলছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে কাছেদ যশোরে এসে তাঁদের ধর্মতলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। দুপুরে খাবারের পর আসমা পাশের রুমে গেলে সুযোগে কাছেদ তাঁর ব্যাগে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা—বালা, চেইন, নেকলেস, দুল ও ব্রেসলেটসহ মোট ৩০ লাখ টাকার অলংকার নিয়ে পালিয়ে যান।
এরপর থেকে কাছেদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। আসমা খাতুন পরে কোতোয়ালি থানায় মামলা করেন।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
