Type to search

ফুলতলা পথের বাজার পুলিশ ক্যাম্পে ইয়াবাসহ আটক ১

অভয়নগর

ফুলতলা পথের বাজার পুলিশ ক্যাম্পে ইয়াবাসহ আটক ১

মিঠুন দত্ত:
খুলনার ফুলতলা উপজেলার পথেরবাজার পুলিশ চেকপোস্টে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশ । আটক মাদক কারবারির নাম মোঃ শাহজালাল হোসেন(২৫)। এসময় তার কাছ থেকে ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
আটক মোঃ শাহজালাল হোসেন(২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমংখালী(পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে ।
পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার সময় যশোর-খুলনা মহাসড়ক দিয়ে ফুলতলার দিক থেকে একটি হানিফ পরিবহনের বাস খুলনার দিকে যাবার সময় কেএমপি এর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে মহাসড়কে বাসটি চেক করার জন্য থামাইলে উক্ত বাস হতে একজন যাত্রী দ্রুত নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় এসআই মোঃ রাকিবুল ইসলাম সহ সংগীয় ফোর্সের সহায়তায় মোঃ শাহজালাল হোসেন কে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার পথেরবাজার পুলিশ চেকপোস্টের উপ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম জানান,গত সোমবার রাত প্রতিদিনের মত চেকিং ডিউটি করছিলাম । রাত ১০ টার সময় একটি হানিফ পরিবহনের বাসকে চেক করার জন্য থামালে বাসটি থেকে মোঃ শাহজালাল হোসেন এক মাদক কারবারি দৌড়ে পালানো চেষ্টা করেন । এসময় তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।