Type to search

ফুলতলায় সন্ত্রাসীর গুলিতে চরমপন্থী লিপু নিহত

যশোর

ফুলতলায় সন্ত্রাসীর গুলিতে চরমপন্থী লিপু নিহত

ফুলতলা (খুলনা) প্রতিনিধি- গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় ফুলতলার আত্মসমার্পণকারী চরমপন্থী হেমায়েত হোসেন লিপু (৪২) বাজারের গরুহাট এলাকার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে হেমায়েত হোসেন লিপু অপর ৩ জন আত্মসমার্পণকারী চরমপন্থীর সাথে গল্প করছিল। তখন ফুলতলা বাজারের তহশীল অফিস সড়ক দিয়ে একটি এ্যাপাচি মটরসাইকেলে ২ জন সন্ত্রাসী এসে তাদের গালি দেয় এবং এক পর্যায়ে লিপুকে লক্ষ্য করে খুব নিকট থেকে পেটে ও মুখে গুলি করে। সন্ত্রাসীদের গুলিতে লিপু তৎক্ষনাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়। পরে, সন্ত্রাসীরা বিপরীত রাস্তা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফুলতলা থানা পুলিশ পরপরই ঘটনাস্থলে পৌছৈ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ আরও জানায়, ২০১৯ সালের মে মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ফুলতলা থানার ৩৫ জন চরমপন্থী আত্মসমার্পণ করে। তার মধ্যে হেমায়েত হোসেন লিপু একজন। সে তাজপুর গ্রামের আঃ সামাদ ওরফে ধলু মোল্যার পুত্র ও ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েত হোসেন লিটুর ছোট ভাই। তার ১ কন্যা ও ২ পুত্র রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ হত্যাকান্ডের নিন্দা ও দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তরুণ শিল্পপতি মোঃ জহির উদ্দিন রাজিব ভূঁইয়া ও সদস্য সচিব ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিনসহ সকল কর্মকর্তাবৃন্দ।