
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলার ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির দায়ের গত বুধবার ফুলতলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৮) রজু হয়েছে। এ ঘটনায় পুলিশ যুগ্নীপাশা গ্রামের মোঃ জাকির হোসেন মোড়ল (৪৪) নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গত বুধবার বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় একই এলাকার মামা পরিচয়ধারী জাকির হোসেন মোড়ল তার শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। পরে, ভিকটিম বাড়ি এসে এ ঘটনা পরিবারের সদস্যদের জানালে রিকাবুল মোড়ল বাদি হয়ে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ রাত সাড়ে ৯ টায় এক অভিযান পরিচালনা করে জাকির হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।