ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম মাঠে নেমেছে এই দু'দল। শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
ইনিংসের ১৪তম ওভারে কঠোর নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পরার ঘটনা ঘটেছে। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, 'আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।'
সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টি-শার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.