
মঙ্গলবার (১৩ ই ডিসেম্বর আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর চৌগাছা শাখা, যশোর শুভ উদ্বোধন করা হয়েছে। বর্ধিত সেবা নিয়ে আকর্ষনীয় কলেবরে চৌগাছা শাখা, যশোর এখন চৌগাছা বাজার, যশোরে। এখানে আমানতকারীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় প্রকল্পের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ব্যাংকিং সুবিধা। বিপুল সংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগনের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আহমেদ আশিক রাজি, উপজেলা চেয়রম্যান জনাব অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব এস. এম. শফিকুর রহমান, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জনাব হামিদ মল্লিক, পল্লীবিদ্যুৎ সমিতি চৌগাছার ডিজিএম জনাব প্রকৌশলী বালী আবুল কালাম, চৌগাছা শাখার ব্যবস্থাপক জনাব সাঈদুর রহমানসহ খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ এবং এলাকার বিশিষ্টব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

