প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ১২:২৫ পি.এম
প্রিয় হারানোর গল্প

প্রিয় হারানোর গল্প
-বিলাল মাহিনী-
দাদু আমার হারিয়ে গেছে ছোট্ট যখন আমি,
স্বপ্নে আমায় বলবে দীদা আছ কোথায় তুমি?
আশা নিয়ে বেঁচে আছি শুনবো তোমার কথা,
দাদুর কথা পড়লে মনে লাগে দারুণ ব্যথা।
কালাডাক্তার নামে দাদুর ছিল খুবই খ্যাতি,
দেশের তরে তার অবদান রাখবে মনে জাতি।
নিম্নবিত্ত ছিল দাদু চালাতো গরুর গাড়ি,
ধান-পান আর ফসল তুলে আনতো সদা বাড়ি।
দীদা আমার রাঁধত ভালো সকাল দুপুর রাতে,
লাউশাক আর কৈ পুঁটি মাছ দিত তুলে পাতে।
আমড়ার খাটার স্বাদ এখনো জিভে আছে লেগে,
লাউ গুড়গুড় বুড়ির গল্প শুনতাম রাত্রি জেগে।
মসজিদেরই পাশে আমার দাদু ঘুমায় নিরালায়,
ঝি ঝি পোকা নিশি জেগে দীদাকে গান শোনায়।
ওগো খোদা পাক-পরওয়ার তোমার কাছে মিনতি,
আমার প্রিয় দাদুভাইদের কোরো না কোনো ক্ষতি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.