নড়াইল প্রতিনিধি,
আমি প্রধান অতিথি না থেকে তার চেয়ে মাঠে ফুটবল খেলতে পছন্দ করি। নড়াইল জেলা ফুটবল একাদশ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে এসব কথা বলেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের অধিনায়ক হিসেবে এ খেলায় দায়িত্ব পালন করেন মাশরাফি।
মাশরাফি বিন মোর্ত্তজা এমপি আরও বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে যুব সমাজকে খেলার মধ্যে রাখা। ফাউন্ডেশনের মাধ্যমে খেললোয়াড়দের প্রশিক্ষণ দেয়ায় নড়াইলের ৭জন ফুটবলার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরী পেয়েছে। এজন্য নিজেকে আমি গর্ববোধ করি।
আজ ১৬ জুুলাই রবিবার বিকাল ৫টায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল শুণ্য ড্র হয়।দু’দলকেই বিজয়ী ঘোষনা করা হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক দাস।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু,মাশরাফির পিতা গোলাম মোর্তজা স্বপন,নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা,নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল ইসলরাম লিটু,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল শিকদার নীল।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা বর্তমানে নড়াইলে অবস্থান করছেন। নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এই ব্যস্ততার মধ্যেও খেলার মাঠের প্রতি আকর্ষণ কমেনি তাঁর। রাজনীতির মাঠের ব্যস্ততা খেলার মাঠ থেকে মাশরাফিকে যে বিচ্যুত করতে পারেনি, এটিই যেন তার প্রমাণ। খেলার প্রতি এই দুর্নিবার অকর্ষণ থেকে তিনি কখনও বিচ্যুত হবেন না, এমনটিই বিশ্বাস করেন ভক্তরা।
এ দিকে মাঠে নেমে মাশরাফিকে ফুটবল খেলতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। ভক্তরা বিশ্বাস করেন, খেলার মাঠ থেকে রাজনীতি সব জায়গাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাশরাফি। ক্রিকেটার হলেও ফুটবল মাশরাফির খুব প্রিয়। তাইতো স্থানীয় ফুটবল খেলায় নেমে পড়তে দ্বিধা করেননি তিনি।শুধু নিজেকে খেলার সঙ্গে সম্পৃক্ত রেখেই ক্ষান্ত হননি মাশরাফি। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজও করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
্এর আগে শনিবার (১৫ জুলাই) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা প্রাইমারি স্কুল মাঠে ফুটবল খেলায় অংশ নেন মাশরাফি বিন মোর্তজা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.