চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চৌগাছায় একদিনে করোনা টিকা পেতে যাচ্ছেন ১৬ হাজার ৫০০ জন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্ধারিত টিকা কেন্দ্র এবং উপজেলা পরিষদ হলরুম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এসএমএস প্রাপ্তরা এই টিকা নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ হাজার ৫০০ জন করে মোট ১১ ইউনিয়নের ১৬ হাজার ৫০০ জন এই টিকা পাবেন। তিনি জানান এখন পর্যন্ত উপজেলায় ৬৪ হাজার ৪৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত ৪২ হাজার ৫৩৩জন এসএমএস পাওয়ার অপেক্ষায় আছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.