Type to search

প্রধানমন্ত্রীর উপহারের চৌগাছার ৪৪ গৃহহীন পরিবার জমি ঘর পেল শ্যামল

চৌগাছা

প্রধানমন্ত্রীর উপহারের চৌগাছার ৪৪ গৃহহীন পরিবার জমি ঘর পেল শ্যামল

দত্ত চৌগাছা থেকেঃ

সবার জন্য আবাসন নিশ্চিত করতে যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ৪৪ ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ বিনামূল্যে ঘর পেয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  এ উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে এসে উপকারভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানিয়েছেন, কোনো দিন ভাবতেও পারেননি নিজের জমি ও ঘর হবে। এখন জমিসহ এই ঘর পেয়ে সন্তানদের নিয়ে ভালো করে দিন কাটাতে পারবেন। অনেকেই আবার মাথা গোঁজার ঠাঁই হওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। যারা উপহারের ঘর পেয়েছেন তাদের কেউ দৃষ্টি প্রতিবন্ধি, কেউবা আবার পঙ্গু। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর পক্ষে কর্মকর্তারা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।