প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ১২:০৪ পি.এম
প্রথমবার মা হয়ে একসঙ্গে হারালেন পাঁচ সন্তানকে

অপরাজেয়বাংলা ডেক্স: গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন এক মা। তবে পাঁচ সন্তানের কেউই বাঁচেনি। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কোনো অস্ত্রোপচার ছাড়াই ভূমিষ্ঠ হয় তারা।
জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের অন্তঃসত্ত্বা মোছা. বৃষ্টি আক্তার (২১) গতকাল দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার মাদারস কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে গতকাল সন্ধ্যায় তাঁর সন্তানদের জন্ম।
ওই হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ২০ সপ্তাহ বয়সী অপরিণত বাচ্চাগুলো কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্মায়। তিনটি বাচ্চা মৃত অবস্থায় ছিল। অপর দুটি বাচ্চা জন্মের পরপরই মারা যায়। প্রথমবার অন্তঃসত্ত্বা ছিলেন বৃষ্টি আক্তার। একসঙ্গে পাঁচ সন্তানকে হারানো মায়ের শারীরিক অবস্থা ভালো আছে।
সূত্র,প্রথম আলো
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.