
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোর – ৬ কেশবপুর আসেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী অধ্যাপক মুক্তার আলী দাড়িপাল্লা প্রতীক পেয়েই বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময় কালে তিনি বলেছেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা কাউকে ছাড় দেবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক বা অন্য কারোর বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী আরও বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

